চলতি বছরের এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণ আগামী এপ্রিল মাসে শুরু হচ্ছে। ১৩ এপ্রিল থেকে এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরুর সম্ভাব্য তারিখ নিধারণ করেছে শিক্ষা বোর্ডগুলো। চলতি বছরের এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের আগে টেস্ট পরীক্ষায় বসতে হচ্ছে না। তবে ফরম পূরণের পর প্রস্তুতিমূলক নেয়া হবে শিক্ষার্থীদের। আগামী ১৯ মে থেকে স্কুলে-স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের প্রস্তুতিমূলক পরীক্ষা শুরু হওয়ার কথা আছে। আর ১৯ জুন থেকে ২০২২ খ্রিষ্টাব্দের এসএসসি পরীক্ষা শুরুর কথা আছে। ইতোমধ্যে শিক্ষা বোর্ডগুলো এসএসসি পরীক্ষার বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
২০২২ খ্রিষ্টাব্দের এসএসসির পরীক্ষায় চারটি বিষয়ে সাবজেক্ট ম্যাপিংয়ে মূল্যায়নের ঘোষণা দিয়েছে শিক্ষা বোর্ডগুলো। প্রতিটি বিভাগের শিক্ষার্থীদের তিনটি বিষয়ে সাবজেক্ট ম্যাপিং করে মূল্যায়ন করা হবে। এসএসসিতে যে বিষয়গুলোতে সাবজেক্ট ম্যাপিং হবে তা হলো, ধর্ম ও নৈতিক শিক্ষা, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি, বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং বিজ্ঞান। বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং বিজ্ঞান বিভাগভেদে বিভাজন হয়।
এসএসসিতে যেসব বিষয়ে পরীক্ষা হবে সেগুলো হলো, বাংলা ১ম ও ২য় পত্র, ইংরেজি ১ম ও ২য় পত্র, গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন, উচ্চতর গণিত, জীববিজ্ঞান, হিসাববিজ্ঞান, ব্যবসায় উদ্যোগ, ফিন্যান্স ও ব্যাংকিং, বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, ভূগোল ও পরিবেশ, পৌরনীতি ও নাগরিকতা, অর্থনীতি, গার্হস্থ্য বিজ্ঞান এবং কৃষি শিক্ষা। বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগভেদে এসব বিষয় বিভাজন হয়।
এসএসসি পরীক্ষার সময় হবে দুই ঘণ্টা। শুধু ইংরেজি প্রথম ও ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা হবে ৫০ নম্বরে। বাকি ব্যবহারিক সম্বলিত বিষয়গুলোতে ৪৫ নম্বর ও ব্যবহারিক ছাড়া বিষয়গুলেতে ৫৫ নম্বরে পরীক্ষা হবে।
0 Comments