শিশু কিশোরদের মধ্যে ব্যাবসায়িক উদ্যেক্তা চেতনা নিয়ে কাজ করা , Innokids এর প্রথম ব্যাচ Kidspreneur 1.0 প্রতিযোগিতার এর সমাপনী পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়ে গেলে ২৫ মার্চ ২০২২ , ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অনুষদের ১০তম তলার ড. আবদুল্লাহ আল ফারুক হলে ।
Innokids- তার প্রথম প্রোগ্রাম ছয় মাসের মেয়াদে ’Kidspreneur 1.0’ নামে চালু করে, যা মূলত অনলাইনে সম্পন্ন হয়েছে। প্রোগ্রামটি সাজানো হয় ১২ থেকে ১৬ বছর বয়সী শিক্ষার্থীদের জন্য বা ষষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। এক্ষেত্রে ৫০ জন শিক্ষার্থীকে স্কলারশিপ প্রদান করা হয়। বাংলাদেশে Innokids-কে ফান্ডিং করে Australia Awards Program ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন Innokids এর প্রতিষ্ঠাতা ড. রাফি উদ্দিন আহমেদ ও প্রোজেক্ট অ্যাসোসিয়েট জাওয়াদ আলম, মোহাম্মাদ আরিক। অনুষ্ঠানটি বেলা ৩টা থেকে শুরু করে শেষ হয় সন্ধ্যা সাতটায়। সমাপনী এ অনুষ্ঠানে অংশ্রহণ করে ৫টি টিমের শিক্ষার্থী, ফ্যাসিলিটেটর, ডিজাইন ও কন্টেন্ট টিমের সদস্য। অনুষ্ঠানে শিক্ষার্থী ও গার্ডিয়ান রা Innokids নিয়ে তাদের অনুভূতি ব্যক্ত করেন। বিজয়ী টিমের মধ্যে যথাক্রমে ৪, ৬, ১০হাজার টাকার প্রাইজমানি প্রদান করা হয়।
Kidspreneur 1.0 এর বিজয়ীরা
১ম Teen Titans
২য় Avengers
৩য় Justice league
সেরা শিক্ষার্থী
Innokids এর যাত্রা শুরু হয় এমন সময় যখন প্রচলিত শিক্ষার আলো প্রায় নিভু নিভু। অনুপযোগী হয়ে পড়েছে শিক্ষাব্যবস্থা ও পাঠদান। এই শিক্ষা ব্যবস্থার অন্ধকারে যখন হারিয়ে যাচ্ছে লাখো মেধাবী ঠিক তখন প্রয়োজন হয় নতুন দিশারী, আধুনিক গাইড লাইনের। অতীতের গতানুগতিক পথ পেরিয়ে নতুন জীবন দাঁড় করাতে প্রয়োজন হয় ভিন্ন নতুন কিছুর। ঠিক এমন প্রচেষ্টা নিয়েই Innokids-এর পথচলা। Innokids-এর যাত্রা শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং ডিপার্টমেন্ট-এর সহযোগী অধ্যাপক ড রাফিউদ্দিন আহমেদ এর হাত ধরে। যিনি Kidsprenuership এর উপর অস্ট্রেলিয়া থেকে পিএইচডি ডিগ্রী সম্পন্ন করেন।
বিগত কয়েক বছর ছোট আকারে চললেও ২০২১ সালের জুলাই মাস থেকে Innokids-এর কার্যক্রম বৃহৎ পরিসরে শুরু হয়। বর্তমান শিক্ষাব্যবস্থায় একজন শিক্ষার্থীকে আধুনিক শিক্ষা ও উদ্যোক্তা করে গড়ে তোলার লক্ষ্যেই Innokids এর যাত্রা
Innokids-এর প্রতিষ্ঠাতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. রাফিউদ্দিন আহমেদ এর সাথে কথা বলে জানা যায় যে এরই মধ্যে Innokids তাদের দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থীদের জন্য প্রশিক্ষণ প্রক্রিয়া ইতিমধ্যে শুরু করে দিয়েছে। Innokids সম্পর্কে বিস্তারিত জানার জন্য জন্য ভিজিট করতে হবে www.innokids.org ওয়েবসাইটে। তত্ত্ব ও দক্ষতা ভিত্তিক শিক্ষা ব্যবস্থা ও ভবিষ্যৎ মানবসম্পদ গড়ার লক্ষ্যে Innokids অনেকদূর এগিয়ে যেতে চায়।
উল্লেখ্য, গত বছরের জুলাই মাসে শুরু হয়েছিলো ‘কিডসপ্রেনিউর ১.০’ ব্যাচের প্রশিক্ষণ কার্যক্রম। এতে চতুর্থ শ্রেণি থেকে দশম শ্রেণি পড়ুয়া ৯০জন প্রশিক্ষার্থী মোট ৫টি টিমে ভাগ হয়ে অংশ নেয়। ছয় মাসব্যাপী এ কার্যক্রমে শিক্ষার্থীদের ‘Life Skills, Soft Skills, Tech Skills, Business Skills’ এর উপর প্রশিক্ষণ দেওয়া হয়। প্রথম তিন মাসের প্রশিক্ষণ শেষে দুই মাসের বুট ক্যাম্প ও এক মাসের আইডিয়া পিচিং এর উপর প্রশিক্ষণ দেওয়া হয়। নির্ধারিত স্কিলের উপর যথেষ্ট দক্ষতা অর্জনে সক্ষম করতে পুরো সময়জুড়ে শিক্ষার্থীদের সার্বক্ষণিক তদারকি’ করেন ‘ফ্যাসিলিটেটর’বৃন্দ। প্রশিক্ষণ শেষে আইডিয়া পিচিং এর উপর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিজয় হয়েছে তিনটি টিম।
সমাপনী অনুষ্ঠানে শিক্ষার্থী ও অভিভাবকরা ইনোকিডস নিয়ে তাদের অনুভূতি ব্যক্ত করেন। পরে বিজয়ী টিমগুলোকে চার হাজার, ছয় হাজার ও দশ হাজার টাকার প্রাইজমানি প্রদান করা হয়।
অনুভূতি ব্যক্ত করতে গিয়ে ফ্যাসিলিটেটর সাদিয়া তাসনিম দিনা বলেন, কিডসপ্রেনিউর ১.০ প্রোগ্রামটি বাচ্চাদের নতুন স্কিল শিখতে আগ্রহী করছে এবং বাচ্চাদের নিয়মিত অংশগ্রহণ আমাদেরকে এমন আরো প্রোগ্রাম শুরু করতে অনুপ্রেরণা দিচ্ছে। ইনোকিডস-এর পক্ষ থেকে প্রতিনিয়ত ফেসবুক লাইভের আয়োজন করা হয়েছে যেখানে প্রতিনিয়ত বাচ্চারা এক্সপার্টদের থেকে নানাবিধ পরামর্শ নিতে পেরেছে। অন্যদিকে অভিভাবকরাও এমন প্রোগ্রামকে স্বেচ্ছায় গ্রহণ ও অভিনন্দন জানিয়েছেন। শুধু মাত্র তত্ত্বগত জ্ঞান নয়, পাশাপাশি ব্যবহারিক ও স্কিল ভিত্তিক শিক্ষাও তাদের প্রচন্ডভাবে আকর্ষিত করেছে।
https://www.facebook.com/innokids
উল্লেখ্য, তত্ত্ব ও দক্ষতা ভিত্তিক শিক্ষা ব্যবস্থা ও ভবিষ্যৎ মানবসম্পদ গড়ার লক্ষ্যে ইনোকিডস তাদের দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থীদের জন্য প্রশিক্ষণ প্রক্রিয়া ইতিমধ্যে শুরু করে দিয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানতে ভিজিট করতে হবে Innokids.org ওয়েবসাইটে।

0 Comments