রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

 রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়টির উপাচার্যের দায়িত্ব পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আব্দুল্লাহ আল ফারুক। রাষ্ট্রপতির আদেশ করে তাকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।





বুধবার মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়। 



জানা গেছে, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন-২০০১ এর ১০ (১) ধারা অনুসারে অধ্যাপক ড. আব্দুল্লাহ আল ফারুককে বিশ্ববিদ্যালয় উপচার্য হিসেবে নিয়োগ দেয়া হলো। 


তাকে সার্বক্ষণিক বিশ্ববিদ্যালয়ে অবস্থান করতে বলা হয়েছে প্রজ্ঞাপনে। মন্ত্রণালয় বলছে, নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে চর বছর হবে। তবে প্রযোজ্য ক্ষেত্রে তিনি নিয়মিত চাকরিতে প্রত্যাবর্তন করে অবসরগ্রহণের অনুষ্ঠানিকতা শেষে মেয়াদের অবশিষ্টাংশ পূরণ করবেন। তিনি উপচার্য পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা পাবেন ও বর্তমান পদের সমপরিমান বেতন-ভাতা পাবেন।

Post a Comment

0 Comments