ঢাকা বিশ্ববিদ্যালয় অন্ট্রাপ্রেনারশিপ ডেভেলপমেন্ট ক্লাব ও ব্রাক ব্যাংক আয়োজন করছে ৮ দিনের ট্রেনিং প্রোগাম

 ঢাকা বিশ্ববিদ্যালয় অন্ট্রাপ্রেনারশিপ ডেভেলপমেন্ট ক্লাব দীর্ঘদিন ধরে তরুণ উদ্যোক্তা তৈরিতে তাদের মেন্টরিং থেকে শুরু করে সব ধরনের সহযোগিতা দিয়ে আসছে।

যখন কোনো উদ্যমী তরুণ উদ্যোক্তা নিজের বুদ্ধিমত্তা, সৃজনশীলতা আর পরিশ্রমকে কাজে লাগিয়ে কোনো স্টার্টআপে নিজেদের প্রমাণ করতে চায়, তখন প্রায়শই তাকে বিভিন্ন বাঁধার সম্মুখীন হতে হয়।প্রতিনিয়তই তাকে মানুষের সমালোচনার মুখে পড়তে হয় এবং গতানুগতিক চিন্তাধারার বাইরে ভাবতে দেয়া হয় না। এতে উদ্যোক্তাদের মধ্যে আত্মবিশ্বাসের ঘাটতি দেখা দেয়, যার ফলে সে তার লক্ষ্য পূরণে ব্যর্থ হয়।



এই প্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয় অন্ট্রাপ্রেনারশিপ ডেভেলপমেন্ট ক্লাব আয়োজন করেছে ৮ দিনব্যাপী "shut up and start-up" প্রোগ্রামের যা আপনাদের মতো তরুণ উদ্যোক্তাদের জন্য; যারা নতুন কিছু শুরু করতে চান কিন্তু সঠিক দিকনির্দেশনা পাচ্ছেন না তাদের জন্যে এক অনন্য মাইলফলক হিসেবে কাজ করবে। এই ৮ দিন ব্যাপি ট্রেনিং প্রোগ্রামের মূল লক্ষ্য হচ্ছে ব্যাবহারিক সেশন ও ট্রেনিং এর মাধ্যমে দেশ সেরা তরুণ উদ্যোক্তা তৈরি করা।
১৭ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া এই প্রোগ্রামে উদ্যেক্তাদের উদ্যেগ গ্রহণ করা থেকে শুরু করে প্রতিটা ধাপের বিস্তারিত প্রশিক্ষণ এবং গাইডলাইন দেয়া হবে।
আগ্রহী প্রার্থীদের জন্য ১ ডিসেম্বর হতে ১০ ডিসেম্বর পর্যন্ত মাত্র ১০০ টাকা দিয়ে ইভেন্টে রেজিস্ট্রেশনের সুযোগ রয়েছে।
সেশন গুলো নিম্নোক্ত ভাবে পরিচালিত হবে -
Stage 1: session
Segments:
★ আইডিয়া জেনারেশন এবং তাকে বিনিয়োগযোগ্য রূপ দেয়া
★ কর্মী নির্বাচন।
★ ভোক্তা মূল্যায়ন এবং প্রতিক্রিয়া বিশ্লেষণ
★ ব্র্যান্ডিং এর প্রাথমিক ধারণা তৈরি

Stage 2: entrepreneurs training
Segments:
★ উদ্যোক্তাদের মার্কেট বিশ্লেষণ টুলস
★ উদ্যোক্তাদের জন্য মৌলিক নিয়ম নীতি তৈরি
★ ব্যবসার জন্য সাপ্লাই চেইন তৈরি
★ Product prototype building (MVP)-নমুনা পণ্য উদ্ভাবন
উপরন্তু, প্রোগ্রাম শেষে একটা পিচ কম্পিটিশনের মাধ্যমে প্রাইজমানি জেতার সুবর্ণ সুযোগ রয়েছে।
এই ট্রেনিংয়ে অংশ নিয়ে আমি কী পাবোঃ
বাস্তব জীবনে উদ্যোক্তাদের চ্যালেঞ্জ সম্পর্কে জানবো
দক্ষ ট্রেইনারদের কাছে হাতে কলমে শিখবো
উদ্যেগ সক্ষমতা অর্জনে বিভিন্ন দক্ষতা লাভ করবো
একটি আইডিয়াকে পরিনতি দেয়া এবং তাকে একটি ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা করার প্রক্রিয়া জানবো
একনজরে প্রোগ্রামের বিবরণী নিচে দেয়া হলো:
রেজিস্ট্রেশন সময়সীমা:
০৩/১২/২০২০ - ১২/১২/২০২০
রেজিস্ট্রেশন ফি: ১০০ টাকা
বিকাশ : +8801879401824 , +8801886780740
( টাকা প্রেরণের পরে নিবন্ধন ফর্মটি পূরণ করুন এবং সেই নাম্বারে আপনার নাম,ট্রানজেকশন আইডি এবং ইমেইলটি এসএমএস করুন )
রেজিস্ট্রেশন লিংক : https://forms.gle/dFH16EYvNZ9eZAPv5
প্রশিক্ষণের সময়সীমা:
১৭/১২/২০২০-২৪/১২/২০২০
প্রশিক্ষণ পর্যায়:
1. অধিবেশন
2. উদ্যোক্তাদের প্রশিক্ষণ
তাহলে দেরি কিসের? এই ৮ দিনব্যাপি প্রশিক্ষণ কর্মসূচির অংশ হতে এখনই রেজিস্ট্রেশন করুন |
*আসন সংখ্যা সীমিত

Post a Comment

0 Comments