মেহেরপুরে ‘মুজিবনগর বিশ্ববিদ্যালয়’ নামে একটি সরকারি বিশ্ববিদ্যালয় স্থাপনে আইনের খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এ জন্য ‘মুজিবনগর বিশ্ববিদ্যালয়, মেহেরপুর আইন-২০২২’–এর খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এটি হলে দেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ের সংখ্যা দাঁড়াবে ৫৩টিতে। অন্যদিকে অনুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে ১০৮টি।
আজ সোমবার মন্ত্রিসভার বৈঠকে এই আইনের খসড়া অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তাঁর কার্যালয়ে এই বৈঠক হয়। করোনা পরিস্থিতির কারণে দীর্ঘদিন পর সশরীরে অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার বৈঠক।
পরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে বৈঠকের সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ সচিব।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রয়োজনে আচার্যের অনুমোদন নিয়ে তার স্নাতকদের উদ্যোক্তারূপে বিকাশে কারিগরি ও অন্যান্য সহয়তা দিতে অঙ্গীভূত প্রতিষ্ঠান ‘বিজনেস ইনকিউবেটর’ প্রতিষ্ঠা করতে পারবে। ডিপ্লোমা সার্টিফিকেটসহ যেসব কোর্সের চাহিদা বেশি থাকবে, সেসব কোর্স করাতে পারবে। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চাইলে প্রফেশনাল কোর্স করতে পারবে।
মুজিবনগর বিশ্ববিদ্যালয়
মুজিবনগর বিশ্ববিদ্যালয় হচ্ছে বাংলাদেশ সরকারের অথার্য়নে একটি পাবলিক বিশ্ববিদ্যালয়। বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় ৯ ডিসেম্বর ২০২০ এ বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুমোদন প্রদান করে।
- "বঙ্গবন্ধুর নামে নারায়ণগঞ্জে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়"। দৈনিক নয়া দিগন্ত। ডিসেম্বর ২১, ২০২০। সংগ্রহের তারিখ ডিসেম্বর ২১, ২০২০।
- ↑ "নাটোরে ড. ওয়াজেদ আলী কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুমোদন"। বাংলানিউজ ২৪। ডিসেম্বর ২১, ২০২০। সংগ্রহের তারিখ ডিসেম্বর ২১, ২০২০।
- ↑ "আরও ৩ পাবলিক বিশ্ববিদ্যালয় অনুমোদন"। ডেইলি ক্যাম্পাস। ডিসেম্বর ২১, ২০২০। সংগ্রহের তারিখ ডিসেম্বর ২১, ২০২০।
- ↑ "আরও ৩ পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনে প্রধানমন্ত্রীর অনুমোদন"। দৈনিক শিক্ষা। ডিসেম্বর ২১, ২০২০। সংগ্রহের তারিখ ডিসেম্বর ২১, ২০২০।
- ↑ "স্থাপিত হবে আরও ৫ সরকারি বিশ্ববিদ্যালয়"।
0 Comments