২৩ এপ্রিল গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদনের ফল প্রকাশ করা হবে

 


প্রাথমিক আবেদনের সময় আর বাড়ছে না।আগামীকাল শেষ হচ্ছে দেশের বিশটি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ পদ্ধতিতে ভর্তির প্রাথমিক আবেদন কার্যক্রম ।আগামীকাল বৃহস্পতিবার (১৫ এপ্রিল) শেষ হচ্ছে গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন গ্রহণ এবং ২৩ এপ্রিল যোগ্যপ্রার্থীদের ফল প্রকাশ করা হবে। এরপর আর ২৪ এপ্রিল থেকে চূড়ান্ত আবেদন কার্যক্রম শুরু করা হবে। 



রোববার (১১ এপ্রিল) পর্যন্ত আবেদন জমা পড়েছে প্রায় ৩ লাখ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার টেকনিক্যাল সাব-কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর বিষয়টি নিশ্চিত করে।  


অনলাইন আবেদন শুরু হওয়ার পর রোববার পর্যন্ত ২ লাখ ৯২ হাজার ৮২৩টি আবেদন জমা হয়েছে। তার মধ্যে ‘এ’ ইউনিটে বিজ্ঞান বিভাগে ১ লাখ ৭১ হাজার ২৫৬টি, ‘বি’ ইউনিটে বাণিজ্য বিভাগে ৮০ হাজার ৬২৯টি এবং ‘সি’ ইউনিটিতে মানবিকে ৪০ হাজার ৯৩৭টি আবেদন।


আগামী ২৪ এপ্রিল চূড়ান্ত আবেদন কার্যক্রম শুরু করা হবে। এ ধাপে শিক্ষার্থীদের ছবি, কেন্দ্র পছন্দ, আবেদন ফি প্রদান করতে হবে। এছাড়া পরবর্তী করণীয় নির্ধারণে চলতি সপ্তাহে গুচ্ছ কমিটির বৈঠক আছে বলে জানান তিনি।



আরও পড়ুনঃ
  1. আগামীকাল বৃহস্পতিবার শেষ হচ্ছে গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন গ্রহণ
  2. দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানকে নিজস্ব স্থাপনায় থেকে পাঠদানের আদেশ
  3. উপবৃত্তি প্রাপ্তির জন্য মোবাইল ব্যাংকিং/অনলাইন ব্যাংকিং যেকোনো অ্যাকাউন্ট ব্যবহার করা যাবে
  4. ভারতে করোনায় দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা স্থগিত
  5. এসএসসির ফরম পূরণের সময় বাড়ছে
  6. ফরম পূরণের টাকা ফেরত পাচ্ছে আলিম পরীক্ষার্থীরা
  7. মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
  8. লকডাউনেও চলবে এসএসসি পরীক্ষার ফরম পূরণ
  9. নীতিমালা জারি হলেও নতুন করে স্কুল-কলেজ এমপিওভুক্ত হচ্ছে না
  10. যেসব প্রতিষ্ঠান লক ডাউনের আওতামুক্ত

Post a Comment

0 Comments