দেশের বেসরকারি স্কুল কলেজের নতুন এমপিও নীতিমালা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। এই নতুন
নীতিমালায় মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগের যোগ্যতায় পরিবর্তন আনা হয়েছে। মাধ্যমিক
বিদ্যালয়ের প্রধান শিক্ষক হতে হলে সহকারী প্রধান শিক্ষক পদের ৩ বছরের অভিজ্ঞতাসহ
এমপিওভুক্ত শিক্ষক হিসেবে মোট ১৫ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে নতুন নীতিমালা ও জনবল কাঠামো জারি করা
হয়।
নতুন নীতিমালায় মাধ্যমিক স্কুলে প্রধান শিক্ষক পদে নিয়োগের যোগ্যতা হিসেবে বলা হয়েছে, মাধ্যমিক
বিদ্যালয়ের ইনডেক্সধারী প্রধান শিক্ষক বা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বা
নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের ইনডেক্সধারী প্রধান শিক্ষক হিসেবে ৩ বছরের অভিজ্ঞতাসহ এমপিওভুক্ত
পদে সর্বমোট ১৫ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা।
এর আগে ২০১৮ খ্রিষ্টাব্দের ১২ জুন জারি হওয়া এমপিও নীতিমালা, ১০ বছরের সহকারী শিক্ষকের
যোগ্যতায় সহকারী প্রধান শিক্ষক পদে নিয়োগ পাওয়ার সুযোগ দেয়া হলেও প্রধান শিক্ষক পদের জন্য
৩ বছরের অভিজ্ঞতাসহ ১২ বছরের সহকারী শিক্ষক পদে শিক্ষকতার অভিজ্ঞতা চাওয়া হয়েছিল।
আরও পড়ুনঃ
- ‘বঙ্গবন্ধু স্কলার’ বৃত্তির আবেদনের সময় বৃদ্ধি করা হয়েছে
- টিসির জন্য অতিরিক্ত অর্থ নেওয়া যাবে নাঃ ঢাকা শিক্ষা বোর্ড
- ২৫ মার্চে মাউশির ৫ আদেশ
- ২০ লাখ শিক্ষক-শিক্ষার্থী অনুদানের আবেদন করেছে
- এসএসসি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ
- মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের ইউনিক আইডি আগে দেয়া হবে

0 Comments