ঢাবি ভর্তি আবেদনের সময় বাড়নো হয়নি

 


প্রযুক্তিগত সমস্যার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের

ভর্তি পরীক্ষার  অনলাইন আবেদন সাময়িক  স্থগিত করা হয়েছিল। তখন বলা হয়েছিল  ভর্তিপ্রক্রিয়া

কয়েক দিন বন্ধ থাকায় আবেদন এর সময় বাড়ানো হবে। তবে তা আর হচ্ছে না।  


 ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার

আবেদনের সময়সীমা বাড়ানো হবে না। এরই মধ্যে আবেদনকারী প্রার্থীর সংখ্যা ছাড়িয়েছে তিন লাখ।




ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক এবং বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও

প্রকৌশল বিভাগের অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, ৮ মার্চ থেকে শুরু

হয়ে এ আবেদন চলছে। ঘোষণা অনুযায়ী ৩১ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত এ আবেদন চলবে।

আবেদনের সময় বাড়ানো হবে না। তিনি বলেন, কারিগরি জটিলতার কারণে ভর্তি আবেদন তিন দিন

বন্ধ ছিল। এ সত্ত্বেও সব ইউনিট মিলে মোট আবেদন পড়েছে ৩ লাখ ২০ হাজারের বেশি (মঙ্গলবার

সকাল পর্যন্ত)। ২০১৯-২০ শিক্ষাবর্ষে পাঁচটি ইউনিটে মোট শিক্ষার্থী ভর্তির আবেদন করেছিলেন ২ লাখ

৭০ হাজারের বেশি।


ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা ৩১ মার্চ পর্যন্ত অনলাইনে (admission.eis.du.ac.bd) ঠিকানায় প্রবেশ করে

ভর্তির আবেদন করতে পারবেন।  রাষ্ট্রায়ত্ত চারটি ব্যাংকের পাশাপাশি মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট

ব্যাংকিং সেবা ইত্যাদি ব্যবহার করে এবার ভর্তি-আবেদনের নির্ধারিত ফি জমা দেওয়া যাবে।



গত ৮ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির অনলাইন আবেদনপ্রক্রিয়ার আনুষ্ঠানিক উদ্বোধন করেন

উপাচার্য মো. আখতারুজ্জামান। আবেদনপ্রক্রিয়ার শুরু থেকেই ওয়েবসাইটের কারিগরি সমস্যার কথা

জানিয়ে আসছিলেন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের অনেকে। ওয়েবসাইটে একই সময়ে সাড়ে চার

হাজারজনের প্রবেশ করার সুযোগ থাকলেও এর চেয়ে অনেক বেশি প্রার্থী প্রবেশের চেষ্টা করায় তখন

কারিগরি জটিলতা তৈরি হয়। এ অবস্থায় ১১ মার্চ দুপুরে অনলাইন আবেদনের প্রক্রিয়া স্থগিত করা হয়।

আগের একটি সার্ভারের সঙ্গে আরও দুটি নতুন সার্ভার স্থাপন করে ১৪ মার্চ রাত থেকে আবারও

আবেদন গ্রহণ শুরু হয়। এখন একই সময়ে অন্তত ১১ হাজার শিক্ষার্থী ওয়েবসাইটটিতে প্রবেশ করতে

পারছেন বলে ওইদিন জানান অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান।





আরও পড়ুনঃ 


Post a Comment

0 Comments