প্রযুক্তিগত সমস্যার কারণে ঢাবির অনলাইন ভর্তিপ্রক্রিয়া রোববার পর্যন্ত বন্ধ

 





আজ বৃহস্পতিবার বেলা পৌনে একটা থেকে  প্রযুক্তিগত সমস্যার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ 


শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার  অনলাইন আবেদন স্থগিত করা হয়েছে।  আগামী 


রোববার পর্যন্ত বন্ধ থাকবে সকল প্রকার আবেদন গ্রহণ। প্রযুক্তিগত সমস্যার সমাধান হলে  আগামী 


রোববার থেকে শিক্ষার্থীরা আবেদন করতে পারবে এবং  ভর্তিপ্রক্রিয়া কয়েক দিন বন্ধ থাকায় আবেদন 


এর  সময় বাড়ানো হবে। 





ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক এবং বিশ্ববিদ্যালয়ের কম্পিউটারবিজ্ঞান ও 


প্রকৌশল বিভাগের অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান আজ দুপুরে   গণমাধ্যমকে  এ তথ্য 


জানিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই আবেদনপ্রক্রিয়ার শুরুর দিন থেকেই ওয়েবসাইটের কারিগরি 


সমস্যার কথা জানিয়ে আসছিলেন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের অনেকে।




মো. মোস্তাফিজুর রহমান  বলেন, এবার আবেদনপ্রক্রিয়ার শুরুর দিকেই আগের চেয়ে অনেক গুণ বেশি 


আবেদন পড়েছে। প্রথম দিকে এত আবেদন আগে কখনো পড়েনি। প্রথম ৪৮ ঘণ্টায় পাঁচ ইউনিটে মোট 


১ লাখ সাড়ে ৫ হাজার আবেদন জমা পড়েছে। ফলে, ওয়েবসাইটের বেশ চাপ পড়েছে। এ কারণেই মূলত


 এ অবস্থা তৈরি হয়েছে। গতবার পাঁচ ইউনিটে ২ লাখ ৭০ হাজার আবেদন পড়েছিল। এবার হয়তো 


পাসের হার বেশি, এবার সাড়ে তিন লাখ হতে পারে।





আরও পড়ুনঃ 










Post a Comment

0 Comments