উদ্যোক্তা ১০১ - এক্সেলারেটর কোর্স নিয়ে এল ঢাকা বিশ্ববিদ্যালয় - BD News Net

 বাংলাদেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক ধারা সচল রাখতে নতুন উদ্যোক্তা তৈরির উদ্দেশ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদ ও এর মার্কেটিং বিভাগের সহায়তায় উদ্যোক্তা ১০১  নামের একটি বিশেষ কোর্স চালু হতে যাচ্ছে  । উদ্যোক্তা ১০১' প্রতিবছর তিন মাসের সার্টিফিকেশন কোর্সের জন্য বছরে চারটি ব্যাচে উদ্যোক্তাদের কোর্সের ব্যবস্থা করবে।নারী উদ্যোক্তাদের 'উদ্যোক্তা ১০১' প্রোগ্রামে অংশ নিতে বিশেষ ভাবে অনুপ্রাণিত করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীরাও এই প্রোগ্রামে বিশেষ সুবিধা পাবেন । 




দেশের প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে ঢাকা ইউনিভার্সিটির মার্কেটিং বিভাগের এই উদ্যোগটি অবশ্যই প্রশংসনীয় এবং এইভাবে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যদি উদ্যোক্তা গঠনে গঠনমূলক কর্মকাণ্ড অংশীদার হতে পারে তাহলে দেশে ব্যবসার এবং ব্যবসায়ী সৃষ্টির একটি ইতিবাচক পরিবেশ তৈরি হবে ।  


ব্র্যাক ব্যাংকের আর্থিক সহায়তায় শুরু হতে যাওয়া এই এক্সেলেরেটর কোর্সটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং ডিপার্টমেন্ট এর অধীনে পরিচালিত হবে । কোর্সে অংশগ্রহণকারীরা দেশের খ্যাতিমান প্রশিক্ষক, শিক্ষাবিদ, এবং উদ্যোক্তাদের কাছ থেকে বিশেষ উদ্যোক্তা প্রশিক্ষণ পাবেন। এর বাইরে কোর্সে অংশগ্রহণ করে তারা নেটওয়ার্কিং-এরও সুযোগ পাবেন যা তাদের দক্ষতা অর্জনে আরও সহায়ক হবে এবং তাদের পেশাদার দক্ষতা এবং ব্যবসায়িক দক্ষতা বৃদ্ধি করবে।





গত ৩রা মার্চ ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে 'উদ্যোক্তা ১০১' চালু করার জন্য দুই প্রতিষ্ঠানের মাঝে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক ও ডিবিইডিপি পরিচালক ডঃ রাফিঊদ্দিন আহমেদ; মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক ডঃ নাজমুল হোসেন; এবং ব্র্যাক ব্যাংকের হেড অফ এসএমই সৈয়দ আবদুল মোমেন; হেড অফ এইচআর আক্তারউদ্দিন মাহমুদ সহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।উদ্যোক্তা ১০১’ নূন্যতম এক বছরের ব্যবসায়িক অভিজ্ঞতাসম্পন্ন উচ্চাকাঙ্ক্ষী উদ্যোক্তাদের, বিশেষত নারী উদ্যোক্তাদের জন্য একটি বিশেষভাবে ডিজাইন করা কোর্স।নারী উদ্যোক্তাদের ‘উদ্যোক্তা ১০১’ প্রোগ্রামে অংশ নিতে বিশেষভাবে অনুপ্রাণিত করা হয়েছে।




Post a Comment

0 Comments