এক বাংলাদেশীসহ ১৫ শিক্ষার্থী যুক্তরাষ্ট্রে গ্রেফতার

 




এক বাংলাদেশীসহ ১৫ বিদেশী শিক্ষার্থীকে গ্রেফতার করেছে যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন এ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট। 


শিক্ষার্থী ভিসার শর্ত অমান্য করে  অন্যত্র কর্মরত থাকায় দায়ে ১১ ভারতীয়,  ২  লিবিয়ান ,  ১ সেনেগাল ও ১ বাংলাদেশী কে অপারেশন অপটিক্যাল ইল্যুশনের আওতায় গ্রেফতার করেছে যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন এ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট।  


স্টুডেন্ট ওয়ার্ক ভিসার অপব্যবহার করে  যুক্তরাষ্ট্রে বসবাসের অভিযোগে তাদের গ্রেফতার করা হয়। নিয়ম অমান্য কারি  এমন আরও এক হাজার ১০০ বিদেশী শিক্ষার্থীকে  তালিকা  করেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন এ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইস)। 


আইস পরিচালক টনি ফ্যাম এ বিষয়ে সতর্ক করে জানান,

“অ-অভিবাসী যে কোন শিক্ষার্থী যদি শর্ত  অমান্য  বা নিয়ম লঙ্ঘন করে তাদের গ্রেফতার  এবং যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করা হবে।




Post a Comment

0 Comments