সারাদেশে শিক্ষাপ্রতিষ্ঠান ও অভিভাবকদের মধ্যে টিউশন ফি নিয়ে কয়েক মাস ধরে টানাপোড়েনের পর অবশেষে এ বিষয়ে নির্দেশনা দিতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়।
টিউশন ফি পরিশোধের ক্ষেত্রে ছাড় দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে আর্থিক সংকটে থাকা অভিভাবকদের সন্তানদের।
গতকাল বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) মহাপরিচালক অধ্যাপক সৈয়দ মো. গোলাম ফারুক জানান, `করোনা পরিস্থিতির মধ্যে নিম্নআয়ের কিছু অভিভাবক নানাভাবে আর্থিক সংকটের মধ্যে রয়েছেন।ওই সকল অভিভাবকদের সন্তানদের টিউশন ফি আদায়ে কিছুটা ছাড় দিতে প্রতিষ্ঠান প্রধানদের বলা হবে।'
তিনি আর জানান, রাজধানীসহ দেশের বিভিন্ন জেলা শহরের অনেক শিক্ষা প্রতিষ্ঠানে যারা টিউশন ফি দিতে পারছে না, তাদের বিষয়টি বিবেচনা করে এ-সংক্রান্ত একটি নির্দেশনা তৈরির কাজ শুরু হয়েছে।

0 Comments