স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শে দেশের সরকারী ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী এবং শিক্ষকদের করোনার টিকা দেওয়ার উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে সংক্রমণ ঠেকাতে ও শিক্ষা কার্যক্রম চালু রাখতে টিকাদান কর্মসূচির আওতায় পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থী, কর্মকর্তা ও শিক্ষকদের টিকাদানের ব্যাপারে পরামর্শ দিয়ে আসছিলেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
শিক্ষার্থী ও শিক্ষকদের নামের তালিকা চেয়ে বিশ্ববিদ্যালয়গুলোতে চিঠি পাঠিয়েছে ইউজিসি। পাবলিক বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীদের প্রথমে টিকা দেওয়া হবে।
জানা যায়, দেশে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে কলেজগুলি ব্যতীত ৪৬টি সরকারী এবং ১০৬টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে প্রায় সাত লাখ শিক্ষার্থী এবং ত্রিশ হাজার শিক্ষক রয়েছেন। সরকারী বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে কেবল এক লাখ ৩০,০০০ শিক্ষার্থী ছাত্রাবাসে অবস্থান করছে।
সর্বশেষ ইউজিসির তথ্য অনুসারে, দেড় লক্ষাধিক শিক্ষার্থীর মধ্যে প্রায় ৫৩,০০০ শিক্ষার্থী ও শিক্ষকের নাম ইউজিসিতে জমা দেওয়া হয়েছে। এছাড়া ইউজিসি এখনও সমস্ত পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে আবাসিক শিক্ষার্থী এবং শিক্ষকদের তালিকা পেতে পারেনি। ৩৬টি পাবলিক বিশ্ববিদ্যালয় তাদের তালিকা প্রেরণ করেছে তবে এর বেশিরভাগেরই প্রয়োজনীয় কাগজপত্র নেই বলেও জানা যায়।
- এবারও এসএসসি-এইচএসসি নিয়ে অনিশ্চয়তা
- গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষার আবেদনের ফি বাড়নো হয়েছে
- কলেজ টিসির অনলাইন আবেদনের সময় বাড়ল
- বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ভর্তি আবেদন শুরু
- মেডিকেল ভর্তি পরীক্ষার সামগ্রিক ফল পুনর্মূল্যায়নের সুযোগ নেই
- ২৩ এপ্রিল গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদনের ফল প্রকাশ করা হবে
- আগামীকাল বৃহস্পতিবার শেষ হচ্ছে গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন গ্রহণ
- দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানকে নিজস্ব স্থাপনায় থেকে পাঠদানের আদেশ
- উপবৃত্তি প্রাপ্তির জন্য মোবাইল ব্যাংকিং/অনলাইন ব্যাংকিং যেকোনো অ্যাকাউন্ট ব্যবহার করা যাবে
- ভারতে করোনায় দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা স্থগিত
- এসএসসির ফরম পূরণের সময় বাড়ছে
- ফরম পূরণের টাকা ফেরত পাচ্ছে আলিম পরীক্ষার্থীরা
- মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

0 Comments