দেশব্যাপী করোনাভাইরাসের সংক্রমণ রোধে সোমবার (৫ এপ্রিল) থেকে সারাদেশে মানুষ ও সব ধরনের যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে, লকডাউনের সময়ে এসএসসির ফরম পূরণ চলবে বলে জানিয়েছেন ঢাকা বোর্ডের কর্মকর্তারা।
গত ১ এপ্রিল থেকে এসএসসির ফরম পূরণ শুরু হয়। ৭ এপ্রিল পর্যন্ত ফরম পূরণ চলার কথা আছে। ৫ এপ্রিল থেকে সারাদেশে লকডাউন শুরু হচ্ছে।
এ পরিস্থিতিতে এসএসসির ফরম পূরণ চলবে কিনা তা জানতে চাওয়া হলে রোববার (৪ এপ্রিল) সন্ধ্যায় ঢাকা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ডের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, আপাতত ফরম পূরণ স্থগিত করার পরিকল্পনা নেই। ১ এপ্রিল থেকে ৭ এপ্রিল পর্যন্ত ফরমপূরণের সময় আছে। ইতোমধ্যে অনেক শিক্ষার্থী ফরম পূরণ করে ফেলেছে। অনেকের কাজ চলছে। এ পরিস্থিতিতে ফরম পূরণ স্থগিত করা হলে অনেকে জটিলতায় পড়তে পারেন।
(১ এপ্রিল) থেকে শুরু হয়েছে ২০২১ খ্রিস্টাব্দের এসএসসি পরীক্ষার অনলাইনে ফরম পূরণের কার্যক্রম । ৭ এপ্রিল পর্যন্ত বিলম্ব ফি ছাড়া ফরমপূরণ করতে পারবেন শিক্ষার্থীরা এবং বিলম্ব ফিসহ ১০ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত অনলাইনে ফরম পূরণ করা যাবে।
ফরম পূরণে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের সর্বোচ্চ ১ হাজার ৯৭০ টাকা ফি দিতে হবে। ব্যবসায় শিক্ষা বিভাগের পরীক্ষার্থীদের থেকে সর্বোচ্চ ১ হাজার ৮৫০ টাকা এবং মানবিক বিভাগের শিক্ষার্থীদের কাছ থেকে সর্বোচ্চ ১ হাজার ৮৫০ টাকা ফি নিতে পারবে প্রতিষ্ঠানগুলো।
আরও পড়ুনঃ
- নীতিমালা জারি হলেও নতুন করে স্কুল-কলেজ এমপিওভুক্ত হচ্ছে না
- যেসব প্রতিষ্ঠান লক ডাউনের আওতামুক্ত
- শিক্ষক নিবন্ধন মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়েছে
- ২ হাজার মুক্তিযোদ্ধা উত্তরাধিকারী শিক্ষার্থী পেলেন ভারতের বৃত্তি
- প্রতি আসনে লড়বেন ৩১ শিক্ষার্থী রাবি ভর্তি পরীক্ষায়
- মেডিকেল ভর্তি পরীক্ষায় ‘জনস্রোত’
- বুটেক্স এর ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ
- ওয়েবসাইট উদ্বোধন ও ২০ বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তির প্রাথমিক আবেদন শুরু
- বেসরকারি বিশ্ববিদ্যালয় গুলো অনলাইনে পরীক্ষা নিলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে : ইউজিসি
- মেডিকেল ভর্তি পরীক্ষার্থীদের জরুরি নির্দেশনা

0 Comments