নীতিমালা জারি হলেও নতুন করে স্কুল-কলেজ এমপিওভুক্ত হচ্ছে না

 



নতুন করে এখনই এমপিওভুক্ত হচ্ছে না বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসা। ২০২০-২১ অর্থবছরে

পর্যাপ্ত বাজেট না থাকায় এবার নতুন শিক্ষাপ্রতিষ্ঠান  মান্থলি পেমেন্ট অর্ডার (এমপিও)-ভুক্ত হচ্ছে না।

আগামী অর্থ বছরের বাজেটে নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির জন্য বরাদ্দ পেতে অর্থ মন্ত্রণালয়ের

সঙ্গে দেন-দরবার করছে শিক্ষা মন্ত্রণালয়। প্রয়োজনীয় অর্থ বরাদ্দ না থাকায় এ অবস্থান নিতে হচ্ছে

মন্ত্রণালয়কে। এমনকি চলতি বছর আর নাও হতে পারে এমন ইঙ্গিতও মিলেছে। তবে আগে

এমপিওভুক্ত হওয়া শিক্ষক এবং শিক্ষাপ্রতিষ্ঠান প্রকাশিত নীতিমালার সুফল ভোগ করবে।




জানা গেছে, গত সোমবার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্তির নীতিমালা-২০২১ জারি কারা

হয়েছে। নীতিমালা জারির পরপরই এমপিওভুক্তির জন্য নতুন করে আবেদন নেয়ার বলে একাধিকবার

ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। সেজন্য অর্থ বরাদ্দ রয়েছে বলেও জানিয়েছিলেন তিনি। অথচ

এমপিওভুক্তির জন্য নির্ধারিত অর্থ বরাদ্দ না থাকায় এ অর্থ বছরে নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তি

করা সম্ভব হচ্ছে না না।


এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন বলেন,

‘নীতিমালা জারি হলেও চলতি অর্থ বছরে নতুন করে শিক্ষাপ্রতিষ্ঠান এমপিও দেয়া সম্ভব না। কারণ নতুন

প্রতিষ্ঠান এমপিওভুক্তি জন্য অর্থ বরাদ্দ নেই। তবে এমপিওভুক্তির জন্য আগামী অর্থবছরের বাজেটে

বরাদ্দ চাওয়া হয়েছে। যদি অর্থ মন্ত্রণালয় বরাদ্দ দেয় তবে নতুন করে এমপিওভুক্তি কার্যক্রম শুরু করা

হবে।’



আরও পড়ুনঃ



    Post a Comment

    0 Comments