দেশে করোনাভাইরাসের সংক্রমণ বাড়ায় আগামী সোমবার (৫ এপ্রিল) থেকে এক সপ্তাহের জন্য
সারাদেশে লকডাউন ঘোষণা করেছে সরকার।লকডাউনের কারণে চলমান ১৬তম শিক্ষক নিবন্ধন
মৌখিক পরীক্ষা রোববার (৪ এপ্রিল) থেকে স্থগিত করা হয়েছে। লকডাউন যতদিন থাকবে ততদিন এ
পরীক্ষা বন্ধ থাকবে।
এ বিষয়ে বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সচিব (উপসচিব) ড. এ. টি. এম.
মাহবুব-উল করিম গণমাধ্যমকে বলেন, শনিবারের মৌখিক পরীক্ষাগুলো চলছে। স্থগিত করা হয়েছে
রোববারের মৌখিক পরীক্ষা। যতদিন লডডাউন চলবে ততদিন এসব পরীক্ষা স্থগিত থাকবে।
তিনি আরো বলেন, লকডাউনের কারণে শিক্ষক নিবন্ধনের অন্যান্য বিষয়ে সিদ্ধান্ত নিতে শনিবার
একটি বৈঠক ডাকা হয়েছে।
প্রসঙ্গত, গত বছর নভেম্বরে ১৬তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এতে
মোট ২২ হাজার ৩৯৮ জন প্রার্থী উত্তীর্ণ হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা শুরু
হয় ২ ডিসেম্বর থেকে। চলতি মাসের মধ্যে এ মৌখিক পরীক্ষা শেষ করে মে মাসের মধ্যে ১৬তম
শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফল প্রকাশ করার কথা রয়েছে। তবে লকডাউনে দীর্ঘায়িত হলে এ পরীক্ষা
চূড়ান্ত ফল পিছিয়ে যেতে পারে।
আরও পড়ুনঃ
- প্রতি আসনে লড়বেন ৩১ শিক্ষার্থী রাবি ভর্তি পরীক্ষায়
- মেডিকেল ভর্তি পরীক্ষায় ‘জনস্রোত’
- বুটেক্স এর ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ
- ওয়েবসাইট উদ্বোধন ও ২০ বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তির প্রাথমিক আবেদন শুরু
- বেসরকারি বিশ্ববিদ্যালয় গুলো অনলাইনে পরীক্ষা নিলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে : ইউজিসি
- মেডিকেল ভর্তি পরীক্ষার্থীদের জরুরি নির্দেশনা

0 Comments