মেডিকেল ভর্তি পরীক্ষায় ‘জনস্রোত’


করোনাভাইরাসের সংক্রমণ বাড়ার মধ্যেই মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।  করোনা

পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেওয়ার কথা থাকলেও সেটি মানা হয়নি।  পরীক্ষার্থীরা মাস্ক পড়ে

পরীক্ষায় অংশ নিলেও কেন্দ্রের বাইরে ছিল রীতিমতো ‘জনস্রোত’। পরীক্ষার্থী ও তাদের স্বজনদের

ভিড়ে সামাজিক দূরত্ব মানা হয়নি।

 

সকাল ১০টায় মেডিকেল প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়। পরীক্ষা শেষ হয় বেলা ১১টায়। এসময়

পরীক্ষা কেন্দ্রের বাইরে অভিভাবকদের ভিড় লক্ষ করা গেছে। কোনো কোনো পরীক্ষার্থীর সঙ্গে ৪-৫

জন অভিবাবক এসেছেন।



 

মেডিকেল ভর্তি পরীক্ষা শুরুর আগে ও পরে পরীক্ষাকেন্দ্রগুলোর বাইরে দেখা গেছে এমন দৃশ্য।

রাজধানীসহ দেশের ১৯টি পরীক্ষাকেন্দ্রের ৫৫টি ভেন্যুতে অনুষ্ঠিত হয়েছে সরকারি ও বেসরকারি

মেডিকেল কলেজের ২০২০-২১ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা।

 

সারা দেশে ১ লাখ ২২ হাজার ৭৬১ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেওয়ার আবেদন করেছিলেন।

ঢাকা মহানগরের ১৫টি কেন্দ্রে পরীক্ষার্থী ছিলেন ৪৭ হাজার।

এদিন রাজধানীর কয়েকটি পরীক্ষা কেন্দ্রে খোঁজ নিয়ে জানা গেছে, পরীক্ষা শুরুর ঘণ্টাদুয়েক আগেই

কেন্দ্রগুলোর সামনে পরীক্ষার্থী এবং অভিভাবকদের ভিড় জমতে থাকে। 

এ সময় তাদের মধ্যে ছিল না সামাজিক দূরত্বের বালাই।  কেন্দ্রের ফটক দিয়ে শিক্ষার্থীদের ভিড় ঠেলে

ধাক্কাধাক্কি করে কেন্দ্রে প্রবেশ করতে হয়। কেন্দ্রে ঢোকার সময় সাবান দিয়ে হাত ধোয়ার অথবা

স্যানিটাইজ করার ব্যবস্থা রাখা হলে তা কোনো কাজে আসেনি।






আরও পড়ুনঃ

  1. ওয়েবসাইট উদ্বোধন ও ২০ বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তির প্রাথমিক আবেদন শুরু
  2. বেসরকারি বিশ্ববিদ্যালয় গুলো অনলাইনে পরীক্ষা নিলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে : ইউজিসি
  3. মেডিকেল ভর্তি পরীক্ষার্থীদের জরুরি নির্দেশনা
  4. পদোন্নতিতে অগ্রাধিকার পাবেন অনলাইন ক্লাসে দক্ষ প্রভাষকরা
  5. নতুন এমপিও নীতিমালা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়
  6. দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে: শিক্ষামন্ত্রী
  7. মাধ্যমিক বা এসএসসি পরীক্ষার ফরম পূরণের ফি কত ?



Post a Comment

0 Comments