মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের বিশেষ মঞ্জুরির অনুদানের টাকা পেতে
আবেদনের সময় বাড়ানো হয়েছে আগামী ২০ মার্চ পর্যন্ত। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা
বিভাগ থেকে সময় বাড়ানোর বিষয়টি জানানো হয়েছে।
এ অনুদানের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক
ও শিক্ষার্থীরা আগামী ২০ মার্চ পর্যন্ত। করোনা পরিস্থিতি বিবেচনায় শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক-কর্মচারী,
শিক্ষার্থীদের বিশেষ অনুদান দেওয়ার জন্য অনলাইনে আবেদন সময় ২০ মার্চ পর্যন্ত বৃদ্ধি করা হলো
বলে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ জানিয়েছে।
এর আগে ১০ মার্চ পর্যন্ত অনলাইনে বিশেষ মঞ্জুরির অনুদানের টাকা পাওয়ার আবেদন করার
সুযোগ দেওয়া হলেও তা ২০ মার্চ পর্যন্ত বাড়ানো হলো।
কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ জানিয়েছে, বিভাগের ওয়েবসাইটে (www.tmed.gov.bd) প্রবেশ করে
‘শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের আর্থিক অনুদানের আবেদন ফরম’ বাটনে ক্লিক করে
অনলাইনে অনুদান পাওয়ার আবেদন করতে হবে।
আরও পড়ুনঃ
- উদ্যোক্তা ১০১ - এক্সেলারেটর কোর্স নিয়ে এল ঢাকা বিশ্ববিদ্যালয়
- উচ্চশিক্ষায় পর্যাপ্ত আসন রয়েছেঃ ইউজিসি
- প্রযুক্তিগত সমস্যার কারণে ঢাবির অনলাইন ভর্তিপ্রক্রিয়া রোববার পর্যন্ত বন্ধ
- তিন গুণের বেশি বেড়েছে জিপিএ-৫

0 Comments