স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক করোনায় আক্রান্ত

 




করোনা টিকা নেয়ার পরও প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক

অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম। এছাড়া স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস’র পরিচালক ডা.

মিজানুর রহমানও করোনায় আক্রান্ত হয়েছেন।



ডা. মিজানুর রহমান জানান, করোনাভাইরাসের উপসর্গ দেখা দেওয়ার পর তারা পরীক্ষা করান এবং তাদের

নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। এই মুহূর্তে তারা নিজ বাসায় অবস্থান করছেন। অধিদপ্তরের

এমআইএস’র পরিচালক ডা. মিজানুর রহমান গণমাধ্যমকে নিজের আক্রান্ত হওয়ার খবর জানিয়েছেন।




অন্য সুত্রে জানা যায়, গত ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস

উপলক্ষে এক আলোচনা অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন স্বাস্থ্য অধিদপ্তর মহাপরিচালক আবুল বাশার খুরশীদ

আলম। ওই অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য অধিদপ্তর মহাপরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা,

অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানাসহ অন্তত ২০ জন কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।






আরও পড়ুনঃ 







Post a Comment

0 Comments