ঢাবির অনলাইন ভর্তিপ্রক্রিয়া পুনরায় শুরু

 





গত বৃহস্পতিবার বেলা পৌনে একটা থেকে  প্রযুক্তিগত সমস্যার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের


২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার  অনলাইন আবেদন স্থগিত করা হয়েছিল।


আজ রোববার (১৪ মার্চ) রাত ৮টা থেকে অনলাইনে আগের নিয়মে আবেদন করা যাচ্ছে এবং ভর্তিপ্রক্রিয়া


কয়েক দিন বন্ধ থাকায় আবেদন এর সময় বাড়ানো হবে বলে জানা গেছে। 




আবেদনকারীদের আবেদন করার পর কিছুক্ষণ অপেক্ষা করতে এবং দ্বিতীয়বার ওয়েবসাইট রিলোড না


করার অনুরোধ জানিয়েছেন কর্তৃপক্ষ।


এ ব্যাপারে ঢাবির অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান গণমাধ্যমকে


বলেন, কারিগরি জটিলতার জন্য গত বৃহস্পতিবার দুপুর থেকে রোববার রাত ৮টা পর্যন্ত আবেদন


স্থগিত রাখা হয়েছে। আজ রাত থেকে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। সমস্যার সমাধানে


আমরা কাজ করেছি।


আবেদনকারীদের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, শিক্ষার্থীদের কাছে অনুরোধ, তারা যাতে


প্রথমবার আবেদন করার পরে ওয়েবসাইট দ্বিতীয়বার রিলোড না করে। বার বার রিলোড করার ফলে


সার্ভারে চাপ পড়ে।







আরও পড়ুনঃ 



Post a Comment

0 Comments