৪১তম বিসিএসের প্রিলিতে অনুপস্থিত এক লাখ পরীক্ষার্থী

 



গত শুক্রবার (১৯ মার্চ) দেশের আট বিভাগের কেন্দ্রে করোনা ভাইরাস মহামারির মধ্যেই অনুষ্ঠিত হয় ৪১তম

বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা এবং  প্রায় এক লাখ পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।


 

বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি) জানায়, ৪১তম বিসিএসে আবেদন করেছিলেন চার লাখ চার হাজার

৫১৩ জন প্রার্থী। এর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছেন তিন লাখ চার হাজার ৯০৭ জন। পরীক্ষায় অংশ নেননি

৯৯ হাজার ৬০৬ জন। অনুপস্থিতির হার ২৪ দশমিক ৬২ শতাংশ।


লাখের কাছাকাছি পরীক্ষার্থী অনুপস্থিতির বিষয়ে পিএসসির চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন রোববার (২১

মার্চ) সাংবাদিকদের জানান, ৪০তম বিসিএস থেকে ৪১তম বিসিএসের মধ্যে এক বছরের ব্যবধান। এ সময়ের

মধ্যে অনেকেই অন্য পেশায় যুক্ত হয়েছেন। এজন্য তারা পরীক্ষায় অংশ নেননি। তাছাড়া করোনার একটা

প্রভাব তো ছিলই।





আরও পড়ুনঃ 



Post a Comment

0 Comments