স্কুল-কলেজ খোলার ৬০ দিন এবং ৮৪ দিন পর এসএসসি ও এইচএসসি পরীক্ষা

 








জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে (এনসিটিবি) আয়োজিত এক সভায় শিক্ষামন্ত্রী ডা. দীপুমনি


বলেন এসএসসির ক্ষেত্রে ৬০ দিন আর এইচএসসির ক্ষেত্রে ৮৪ দিনে যতটুকু পড়ানো হবে ততটুকুর


মধ্যেই পরীক্ষা হবে। এসএসসির সংক্ষিপ্ত সিলেবাস প্রত্যাহার করা হবে। আগামী ৭-৮ ফেব্রুয়ারি নতুন


সিলেবাস দেয়া হবে।  আশা করি ছাত্র-ছাত্রীরা এই সময়টা মন দিয়ে পড়বে।








শিক্ষক-শিক্ষিকাদের সতর্ক করে শিক্ষা মন্ত্রী আরো জানান, স্কুল-কলেজ খোলার পর টেস্ট, প্রি টেস্ট,


মক টেস্ট, মডেল টেস্ট কোনো নামেই এখন কোনো পরীক্ষা নিতে পারবে না। এখন শুধু ক্লাস হবে।


ক্লাসে শ্রেণি শিক্ষক পরীক্ষা নিতে পারবেন। এর জন্য কোনো ফি নেয়া যাবে না। এরপরও যদি কোনো


শিক্ষক টেস্ট পরীক্ষা নিতে চায়, তখন আমরা অবস্থা দেখে প্রয়োজনে নতুন সিদ্ধান্ত দেব। 








 বৈঠকে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে (এনসিটিবি) কর্মকর্তারা জানান, চলতি বছরের


এসএসসি পরীক্ষার্থীদের এনসিটিবির যে সংক্ষিপ্ত সিলেবাস তৈরি করেছিল, তা নিয়ে বিতর্ক আছে।


অভিভাবকদের পক্ষ থেকেও বিষয়টি নিয়ে আপত্তি জানানো হয়েছিল।  নতুন করে সিলেবাস প্রণয়নের


জন্য বৃহস্পতিবারের মধ্যে বিশেষজ্ঞদের তালিকা তৈরি হয়ে যাবে। তারপর তাদেরকে চিঠি পাঠিয়ে


এনসিটিবিতে আনা হবে এবং সেখানেই নতুন সিলেবাস প্রণয়ন করা হবে।  


Post a Comment

0 Comments