এইচএসসি পরীক্ষার ফল প্রকাশে আর কোন আইনি বাধা নেই

 




গতবছর করণা মহামারীর কারণে পরীক্ষা ছাড়াই এইচএসসি ও সমমানের  পরীক্ষার্থীদের অটো পাস


দেখা হয়।  কিন্তু আইনি জটিলতার কারণে ফল প্রকাশ করা হয়নি এখনো কিন্তু সম্প্রতি চূড়ান্তভাবে


কেটে গেল সকল প্রকার আইনি বাধা। ফল প্রকাশের সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ । 





সরকার নির্ধারিত তারিখে প্রকাশ করা হবে এইচএসসি মূল্যায়নের ফল জানান,ঢাকা মাধ্যমিক ও


উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের কর্মকর্তা।  এর আগে আইনের খসড়াটি মন্ত্রিসভায় অনুমোদনের পর


মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেছিলেন, ২৮ জানুয়ারির মধ্যে এইচএসসি


পরীক্ষার্থীদের মূল্যায়নের ফল ঘোষণা করা হবে। কিন্তু গতকাল সোমবার পর্যন্ত ঢাকা মাধ্যমিক ও


উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের কর্মকর্তারা ফল প্রকাশের সুনির্দিষ্ট দিনক্ষণ বলতে পারেননি।





সর্বশেষ জানা যায়, মন্ত্রিসভা সিদ্ধান্ত নেয় অধ্যাদেশ জারি না করে সরাসরি এ অধিবেশনের শুরুতে


বিলটি উত্থাপন করে পাস করার ব্যবস্থা করা হবে। সংসদে এ–সংক্রান্ত তিন বিল উত্থাপন করেন


শিক্ষামন্ত্রী দীপু মনি। ‘ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন (অ্যামেন্ডমেন্ট) বিল-২০২১’,


‘বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড (সংশোধন) বিল-২০২১’ ও ‘বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড (সংশোধন)


বিল-২০২১’ সংসদে কণ্ঠভোটে পাস হয়। এ–সংক্রান্ত সংশোধিত আইন গতকাল গেজেট আকারে


প্রকাশ করা হয়েছে।







আরও পরুনঃ


ফেব্রুয়ারির প্রথম বা দ্বিতীয় সপ্তাহে খুলবে সকল প্রাথমিক বিদ্যালয়






ন্যূনতম ফি নেওয়া হবে বিশ্ববিদ্যালয়ে সমন্বিত ভর্তি পরীক্ষায়



দশম ও দ্বাদশ শ্রেণির ক্লাস নিয়মিত হবে এবং বাকিদের সপ্তাহে ১ দিনঃ শিক্ষামন্ত্রী


Post a Comment

0 Comments