অগাস্ট মাসে এখনো পর্যন্ত বাংলাদেশে মাত্র একটি ক্রসফায়ারের হয়েছে । কক্সবাজারে মেজর সিনহা হত্যার পড় থেকেই দেশে তথাকথিত বন্দুকযুদ্ধ এখন শূন্যের কোটায় নেমে এসেছে । যে একটি ক্রসফায়ার হয়েছে অগাস্ট রাতে সিলেটের জকিগঞ্জে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে আব্দুল মান্নান ওরফে মুন্না আহমদ নামে এক ব্যক্তি নিহত হন।জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় জানান, নিহত ওই ব্যক্তি একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী ছিলেন। তার নামে মাদক, ডাকাতি ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১২টি মামলা ছিল।
আইন ও সালিশ কেন্দ্রের হিসাব অনুযায়ী, ২০২০ সালের জুলাই মাসেও সারা দেশে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর হাতে ৫০টি বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে যার মধ্যে ৪৭টি ছিল বন্দুকযুদ্ধের ঘটনা।

২০২০ সালে মাসিক ক্রসফায়ারের ঘটনা
- ২০১৯ সালে মোট ক্রসফায়ার - ৩৮৮ জন বিচার বহির্ভূত ভাবে হত্যাকান্ডের শিকার ।
- ২০১৮ সালে ৪৬৬ জন জন বিচার বহির্ভূত ভাবে হত্যাকান্ডের শিকার
এখন কেন ক্রসফায়ারের সংখ্যা কমে গেছে
মেজর সিনহা মো. রাশেদ খান হত্যাকাণ্ডের পর জনগণের ভেতর যে ক্ষোভ তৈরি হয়েছে এবং প্রশ্ন দেখা দিয়েছে । হিউম্যান রাইটস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী ও আইনজীবী এলিনা খান মনে করেন যে, দুটি কারণে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা কমে যেতে পারে। তার মধ্যে একটি হতে পারে যে, রাষ্ট্রের হয়তো বোধোদয় হয়েছে। আর দ্বিতীয়টি হচ্ছে রাষ্ট্র মনে করছে যে, মেজর সিনহার ঘটনার পর এ ধরণের কর্মকাণ্ডের বিরুদ্ধে জনমত তৈরি হয়েছে।
হত্যাকান্ডের পরিমাণ কমে যাওয়াটা নিঃসন্দেহে ভাল লক্ষণ। তবে এটি যাতে দীর্ঘস্থায়ী হয় সে বিষয়ে সতর্ক থাকতে হবে
0 Comments